কলকাতা হাইকোর্টে সোমবার থেকে ভার্চুয়াল-শুনানির পাশাপাশি ইচ্ছা হলে এজলাসে হাজির হয়ে আইনজীবীরা সরাসরি সওয়াল করতে পারবেন।

আইনজীবীদের দাবি মেনে দু’টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ এর পাশাপাশি জামিন সংক্রান্ত মামলাযর শুনানির জন্য দু’টি ডিভিশন বেঞ্চ গঠন করেছে হাইকোর্ট। এই দু’টি বেঞ্চের প্রথমটি,
বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি বিবেক চৌধুরির ডিভিশন বেঞ্চ এবং দ্বিতীয়টি বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।এ ছাড়াও এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গে বসতেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।এখন থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁর সঙ্গে বসবেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

আরও পড়ুন:বেআইনি অস্ত্রের লাইসেন্স, সিবিআই – নজরে উপত্যকার একাধিক জেলাশাসক
