Friday, November 14, 2025

দলীয় কার্যালয়ে ‘হাতাহাতি’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপির যুব নেতার

Date:

সোমবার রাতে হেস্টিংসে বিজেপির (BJP) দফতরে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদে অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার (৪০) (Raju Sarkar)৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ বিজেপি সূত্র বলছে, তর্কাতর্কির সময় হাতাহাতির ঘটনাও ঘটেছে৷ তবে প্রকাশ্যে বিজেপি নেতারা তা এড়িয়ে গিয়ে বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজু । বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। তিনি সৌমিত্র খাঁর অনুগামী এবং অধুনা বিক্ষুব্ধ শিবিরের বলে পরিচিত ছিলেন৷ বিজেপি নেতৃত্ব অবশ্য দলের প্রত্যেককেই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হেস্টিংসের দফতরে দু’দিন ধরে যুব মোর্চার বৈঠক চলছিল। বৈঠক তখন প্রায় শেষের দিকে। সেই সময় নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক , উত্তেজিত বাদানুবাদ শুরু হয়। উত্তেজিত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকারও। একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে । আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজু । তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে বেড পাওয়া যায়নি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে রাজুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই আকস্মিক ঘটনায় সকলেই অত্যন্ত মর্মাহত। রাজুর হত যুবনেতা বিরল। দমদম নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। তাঁর মৃত্যুতে বিজেপি যুব মোর্চায় শোকের ছায়া নেমে এসেছে ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version