Sunday, November 9, 2025

মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

Date:

অসম-মিজোরাম(Assam-Mizoram) সীমান্ত বিবাদের জেরে এবার প্রাণ গেল ৬ পুলিশকর্মীর। সোমবার ঘটনাটি ঘটেছে অসম- মিজোরাম সীমান্তবর্তী এলাকায়। সংঘর্ষের জেরে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে এদিন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)।

জানা গিয়েছে, অসমের কচার জেলা ও মিজোরামের কল আসিফ জেলার মধ্যবর্তী সীমান্ত এদিন উত্তাল হয়ে ওঠে। সরকারি গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি অধিকারীদের ওপর হামলা চালানো হয়। দুই রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এহেন অবস্থায় মাঝেই সন্ধ্যায় এক টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টুইটারে তিনি লেখেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সংবিধান স্বীকৃত অসম-মিজোরাম সীমান্ত রক্ষার সময় অসমের পুলিশের ছ’জন বীর জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই তরফের গুলির লড়াইয়ের জেরেই ৬ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন:বিশ্বভারতীর গৌরব কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

উল্লেখ্য, মিজোরামের তিন জেলা আইজল, কোলাশিব এবং মামিতের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আলাদা করেছে অসমের তিন জেলা কাচর, করিমগঞ্জ এবং হেলাকান্দিকে। আর এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে অসম ও মিজোরামের। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই রাজ্যের মানুষ। গত জুন মাসেও এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল অসম- মিজোরাম সংঘাত। এই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য খোদ অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন দুই রাজ্যের সরকারকে। তবে মাত্র এক মাসের মধ্যে ফের একবার সংঘাতের রূপ নিল দুই রাজ্যের সীমান্ত বিবাদ।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version