চিনের হাউ জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ, ব্যর্থ হলে সোনা পাবেন মীরাবাঈ চানু

টোকিও অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলনে সোনাজয়ী চিনের হাউ জিহুইকে ডোপ টেস্ট দিতে হবে। ডোপ টেস্টে ব্যর্থ হলে অলিম্পিকে ৪৯ কেজি বিভাগের সোনাটি পেয়ে যাবেন মীরাবাঈ চানু। সবমিলিয়ে ২১০ কেজি ভার তুলে সোনা জিতেছিলেন হাউ। গড়েছিলেন অলিম্পিকের নতুন রেকর্ড। জানা গিয়েছে, তাঁকে ডোপ পরীক্ষার জন্য টোকিও ছাড়তে বারণ করেছে অলিম্পিক কমিটি। ডোপ টেস্টে ব্যর্থ হলেই চানুর দখলে আসবে সোনা।
এবারের অলিম্পিকে ভারতের একমাত্র পদকটি জিতেছেন মীরাবাঈ চানুই। ২১ বছর পর ভারোত্তোলনে অলিম্পিক পদক পেয়েছে ভারত। ২০০০ সালে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ জেতার পর অলিম্পিকে এ বার চানুর রুপো। এ ছাড়া ভারোত্তলনে আর কোনও পদক আসেনি। চানুর সেই ঐতিহাসিক সাফল্যই বদলে যেতে পারে সোনায়।

টোকিও আন্তর্জাতিক ফোরামে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করেন মীরাবাঈ। তিনি মোট ২০২ কিলোগ্রাম (স্ন্যাচ বিভাগে ৮৭ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কিলোগ্রাম) ওজন তুলেছেন তিনি। অন্যদিকে চিনের হাউ জিহুই (Hou Hou Zhihui) ২১০ কিলোগ্রাম ওজন তুলে সোনার পদক জয় করেন এবং অলিম্পিকে এক নয়া রেকর্ড কায়েম করেন। অন্যদিকে ইন্দোনেশিয়ার কেন্টিকা আয়েশা মোট ১৯৪ কিলোগ্রাম ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেন।