Thursday, August 21, 2025

মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

Date:

অসম-মিজোরাম(Assam-Mizoram) সীমান্ত বিবাদের জেরে এবার প্রাণ গেল ৬ পুলিশকর্মীর। সোমবার ঘটনাটি ঘটেছে অসম- মিজোরাম সীমান্তবর্তী এলাকায়। সংঘর্ষের জেরে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে এদিন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)।

জানা গিয়েছে, অসমের কচার জেলা ও মিজোরামের কল আসিফ জেলার মধ্যবর্তী সীমান্ত এদিন উত্তাল হয়ে ওঠে। সরকারি গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি অধিকারীদের ওপর হামলা চালানো হয়। দুই রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এহেন অবস্থায় মাঝেই সন্ধ্যায় এক টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টুইটারে তিনি লেখেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সংবিধান স্বীকৃত অসম-মিজোরাম সীমান্ত রক্ষার সময় অসমের পুলিশের ছ’জন বীর জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই তরফের গুলির লড়াইয়ের জেরেই ৬ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন:বিশ্বভারতীর গৌরব কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

উল্লেখ্য, মিজোরামের তিন জেলা আইজল, কোলাশিব এবং মামিতের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আলাদা করেছে অসমের তিন জেলা কাচর, করিমগঞ্জ এবং হেলাকান্দিকে। আর এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে অসম ও মিজোরামের। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই রাজ্যের মানুষ। গত জুন মাসেও এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল অসম- মিজোরাম সংঘাত। এই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য খোদ অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন দুই রাজ্যের সরকারকে। তবে মাত্র এক মাসের মধ্যে ফের একবার সংঘাতের রূপ নিল দুই রাজ্যের সীমান্ত বিবাদ।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version