ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এই আবাসিক অ্যাকাডেমি তৈরি হয়। রাজ্য সরকারের অ্যাকাডেমির নাম উজ্জ্বল করলেন দিশম রাজ হাঁসদা (Disham Raj hansda)।
বাংলার এই তরুণ ফুটবলার এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই বয়স ভিত্তিক টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন রাজ। এবার বৃহত্তর মঞ্চে শেখার সুযোগ পেলেন রাজ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
একটি বার্তায় অরূপ বিশ্বাস লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’র অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার দিশম রাজ হাঁসদা সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে (AIFF FIFA Academy) তে সুযোগ পেয়েছে।২০২৪ সালে অনুষ্ঠিত এআইএফএফ আয়োজিত অনূর্ধ্ব ১৫ আই লিগে স্ট্রাইকার হিসাবে ১০ ম্যাচে ৭গোল করে এবং এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে ট্রায়ালের জন্য সুযোগ পায়। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত ট্রায়ালে অংশগ্রহণ করে এবং ফাইনাল ২১ জনের দলে সুযোগ পায়।”
একইসঙ্গে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, “রাজ হাঁসদাকে জানাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরন্ত শুভেচ্ছা। একই সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত কোচ,সাপোর্টিং স্টাফ ও আধিকারিকদের জানাই আন্তরিক অভিনন্দন।”
–
–
–
