Monday, August 25, 2025

গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রাম, মন্ত্রী কাঠগড়ায় তুললেন ফারাক্কা ব্যারেজকে 

Date:

গঙ্গার ভাঙ্গনে  সর্বস্বান্ত মালদহ। কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু এলাকার।ভীমাগ্রাম এবং লালুটোলা গ্রামের ১৪০ টি বাড়ি ই তিফমধ্যেই গঙ্গা গর্ভে বিলীন। আতঙ্কে বহু মানুষজন নিজেদের উদ্যোগে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন। এই ভয়াবহ ভাঙনে বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। এই ভাঙন এলাকা পরিদর্শনের পর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগের তীর ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে। ভাঙ্গনরোধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।দফায় দফায় গঙ্গার বিধ্বংসী ভাঙনে সর্বস্বান্ত বৈষ্ণবনগরের ভীমাগ্রাম ও লালুটোলা।

রবিবারই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জনপথ ও সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। ভীমা গ্রাম বুথটি গঙ্গা গর্ভে তলিয়ে যেতে বসেছে। ভীমা গ্রাম ও লালুটোলা দুটি গ্রাম মিলিয়ে প্রায় ১৪০টির বেশি বাড়ি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। অথচ ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই বলেই অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের অভিযোগ, লাগাতার ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দেখা মিলছে না। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা অস্থায়ীভাবে রাখার কোনও ব্যবস্থা নেই। আবার নতুন করে ভাঙনে বিপাকে পড়েছে এলাকার মানুষজন। ত্রিপল খাটিয়ে কোনও প্রকারে দিনযাপন করছেন প্রত্যেকে। রবিবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন ও দুঃস্থদের সঙ্গে কথা বলেন। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের জন্য বীরনগর হাই স্কুল খুলে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। সাবিনা ইয়াসমিন জানান, ‘কয়েক দফা ভাঙনের ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষজন। দুঃস্থরা পূনর্বাসনের দাবি তুলেছেন। আমি ব্লক প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছি খুব শীঘ্রই যেন এলাকায় খাস জমি কোথায় আছে তা খুঁজে বের করে আমাকে রিপোর্ট করে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করেছি প্রয়োজনীয় পদক্ষে1প গ্রহণের জন্য।‘

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version