Tuesday, November 11, 2025

উপত্যকার দুর্গম এলাকায় বাইক ব়্যালি করে কারগিল দিবস পালন করল সেনাবাহিনী

Date:

অভিনব বাইক ব়্যালির (adventurous bike rally) মাধ্যমে ২২ তম কারগিল বিজয় দিবস (Kargil Vijay diwas) পালন করল ভারতীয় সেনাবাহিনী (Indian army)। সোমবার ২৬ জুলাই কারগিল বিজয় দিবস। সেই উপলক্ষে সেনাবাহিনীর তরফে কাশ্মীর ও লাদাখের(Kashmir and Ladakh area) দুর্গম পার্বত্য এলাকায় দুটি বাইক ব়্যালি করা হল । অতিক্রান্ত পথ ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি। এ দিন সকলেই দ্রাসে কার্গিল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান।

 

সেনাবাহিনীর টুইটার হ্যান্ডেলে কারগিল দিবস পালনের একটি কারগিল দিবস পালনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে একটি বাইক ব়্যালির নেতৃত্ব দিচ্ছেন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। যিনি নিজেও কারগিল যুদ্ধে লড়াই করেছিলেন। ভয়ঙ্কর জোজিলা পাস পার করার আগে তাঁকে বলতে শোনা যায়, “হাউ ইজ দ্য জোশ?” জবাবে জওয়ানরাও বলেন, “হাই স্যার”। ১১ হাজার ৬৪৯ ফিট উপরে জওয়ানদের হুংকারে কেঁপে ওঠে গোটা উপত্যকা।

ভিডিয়োয় লেফটেন্যান্ট জেনারেল যোশীকে মজার ছলেই বলতে শোনা যায়, “এ বার আমরা সহজ রাস্তায় প্রবেশ করব। জোজিলার পথ ধরে লাদাখে প্রবেশ করব।” পরেই অবশ্য সকলকে সতর্ক করে তিনি বলেন, “আপনারা সবাই সাবাধানে ও ধীরে বাইক চালাবেন।”

 

এদিন উধমপুরের ধ্রুব স্মৃতিসৌধ থেকে পরমবীর চক্র প্রাপ্ত সঞ্জয় কুমারের অধীনে ৭৫টি বাইক নিয়ে “ধ্রুব কার্গিল রাইডার”রা যাত্রা শুরু করে। অন্যদিকে, বৃহস্পতিবার উধমপুর থেকেই লেফটেন্যান্ট জেনারেল যোশীর অধীনে ২৫টি বাইক নিয়ে আরেকটি দল কার্গিলের উদ্দেশ্যে রওনা দেয়।l

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version