Tuesday, May 13, 2025

সোমবার বিকেলে দিল্লি (Delhi) পৌঁছে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তাঁরা আলোচনায় বসবেন। আগে জানা গিয়েছিল, বুধবার মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা।

 

করোনা (Carona) আবহে দীর্ঘদিন দিল্লি যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন সে কথা।তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ বারের সাংসদ, একাধিক বার কেন্দ্রীয় মন্ত্রী-  দিল্লি গেলেই সংসদ ভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন পুরনো সতীর্থদের সঙ্গে। সূচি অনুযায়ী, ২৭ তারিখ মমতা হাজির হতে পারেন সংসদে। এছাড়া তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হয়েছেন তিনি।

 

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে একাধিক বিষয় নিয়ে আলোচনায় বসার কথা মোদি-মমতার। পেগাসাস ইস্যু থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠতে পারে আলোচনায়।মোদি-মমতা বৈঠকেই সবচেয়ে বেশি নজর সবমহলের।

 

তবে, এবারের দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এবার বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হতে পারে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শরদ পাওয়ার, পি চিদাম্বরমদের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন মমতা। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস থাকবে বলেই মত রাজনৈতিক মহলের। একই সঙ্গে দিল্লি-উত্তরপ্রদেশ সীমানাবর্তী সিঙ্ঘুতে অবস্থানরত কৃষকদের দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...
Exit mobile version