Thursday, August 21, 2025

মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসে পদক জয়ের আশা শেষ ৷ দিনের শুরুতেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান সুতীর্থা মুখোপাধ্যায় ৷ এরপর সিঙ্গলসে মণিকা বাত্রার দৌড়ও শেষ হয়ে গেল ৷ টিটি বোর্ডে আজ তেমন লড়াই দিতে পারেননি মণিকা ৷ গতকালের ম্যাচে অসাধারণ কামব্যাক করে জিতেছিলেন ৷ নেটিজেনদের প্রশংসায় ভেসে গিয়েছিলেন ৷ একটা দিনের ব্যবধানে পাল্টে গেল সব ৷ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু অস্ট্রিয়ার প্রতিপক্ষ সোফিয়া পোলকানোভার বিরুদ্ধে ৪-০তে হারতে হল ৷

অস্ট্রিয়ান প্রতিপক্ষের কাছে প্রথম দু’টি গেমে হেরে বসেন মনিকা। প্রথম গেমে ৮-১১ ব্যবধানে পরাজিত হন ভারতীয় তারকা। দ্বিতীয় গেমে ২-১১ ব্যবধানে বিধ্বস্ত হন তিনি। দু’টি গেম স্থায়ী হয় যথাক্রমে ৮ ও ৪ মিনিট।

মণিকার বিপক্ষে ম্যাচের ফলাফল ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১ ৷
জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন দলের কোচ সৌম্যদীপ রায়ের মতামত নিতে অস্বীকার করেছেন মণিকা ৷ মণিকার ম্যাচ চালাকালীন সৌম্যদীপকে দেখা যায়নি ৷ বরং টিভির পর্দায় গ্যালারি থেকে মণিকাকে কোচিং করাতে দেখা গিয়েছে ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপেকে ৷ তাহলে কি কোচ-প্রতিযোগীর ঠান্ডা লড়াইয়ের প্রতিফলনই টিটি বোর্ডে পড়ল ? প্রশ্ন টেনিস মহলে ৷

গুঞ্জন সত্যি হলে সরকারি কোচের কথা অমান্য করায় মণিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে টেবিল টেনিস ফেডারেশন ৷ টোকিও থেকে ফেরার পর মণিকার বিরুদ্ধে টিটি ফেডারেশন কড়া পদক্ষেপ নিতে পারে৷

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version