Thursday, August 21, 2025

চাকরি দেওয়ার নামে দম্পতির থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার

Date:

ফের পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer)। এক আইনজীবী এবং তাঁর স্ত্রীর  অভিযোগের ভিত্তিতে ওই যুবককে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া (Niagara) থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কৃশানু মণ্ডল। সে বাগুইআটির (Bahuiati) রঘুনাথপুরের বাসিন্দা বলেই জানা গিয়েছে। অভিযোগ, ধৃত ভুয়ো সিবিআই আধিকারিক ওই দম্পতির কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

 

জানা গিয়েছে, ২০১৬ সালের একটি জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কাছে যান কৃশানু মণ্ডল নামে ওই যুবক। সেই সময় থেকেই বিশ্বজিৎয়ের সঙ্গে ধীরে ধীরে আলাপ জমে। আইনজীবী বিশ্বজিৎবাবুর বরাহনগরের একে মুখার্জী রোডের বাড়িতেও কৃশানুর আসা যাওয়া শুরু হয়। সেই সুযোগেই বিশ্বজিৎবাবু এবং তাঁর স্ত্রী সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিযুক্ত কৃশানু মণ্ডলের।

 

শিয়ালদহ আদালতের আইনজীবী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মক্কেল ছিল অভিযুক্ত কৃশানু। বিশ্বজিৎবাবুর স্ত্রী ইন্দিরাদেবীর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ভুয়ো সিবিআই আধিকারিকের। এই দম্পতিকে সিবিআই অফিসার পরিচয় দেয় কৃশানু। এবং আইনজীবীর স্ত্রীকে সিবিআই দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। শুধু তাই নয়, ওই দম্পতির নামে ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে দেয় কৃশানু।

 

এরপরই সন্দেহ হত আইনজীবী এবং তাঁর স্ত্রীর। তাঁদের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নোয়াপাড়ায় হানা দেয় বরাহনগর থানার পুলিশ। এবং গ্রেফতার করা হয় ভুয়ো সিবিআই আধিকারিককে।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version