Tuesday, May 13, 2025

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একটি রায়কে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্ট প্রশাসনের সুপ্রিম কোর্টে মামলা করেছে৷ হাইকোর্ট জানতে চেয়েছে, বিচারপতিদের বিচার্য বিষয় ঠিক হবে কী ভাবে ? এবং বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতা ঠিক কতখানি ? শীর্ষ আদালতে এই আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

এদিকে হাইকোর্ট সূত্রের জানা গিয়েছে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের একটি মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো নিয়েই বিতর্কে র সৃষ্টি হয়েছে৷ তার জেরেই সুপ্রিম কোর্টে SLP দায়ের করেছে হাইকোর্ট প্রশাসন।

কিছুদিন আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটি মামলার ভার্চুয়াল শুনানির সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন৷ তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইকোর্টের ভার্চুয়াল মাধ্যম দেখভালের দায়িত্বে থাকা সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ করেন৷ ওই নোটিসের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও পাঠানো হয়। ঠিক পরের দিন ওই মামলাটি বিচারপতি ভট্টাচার্যকে না জানিয়ে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ডিভিশন বেঞ্চে শুনানির আগেই বিচারপতি ভট্টাচার্য ওই মামলার রায় ঘোষণা করেন৷ সেই রায় কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্ট প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্টে ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল।

আরও পড়ুন- বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ: কলকাতা ও আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি

Related articles

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...
Exit mobile version