ভাটপাড়ায় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

ফের ভাটপাড়ায় শ্যুটআউট। তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনাচক্রে অল্পের জন্য প্রাণে রক্ষা পান নেতা।  সোমবার রাতে এই শুট আউটের (shootout at Bhatpara) ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল ভাটপাড়ার রায় বাহাদুর রোড। যুব তৃণমূল (TMC) নেতা চন্দন দাসকে লক্ষ্য করে রাতের অন্ধকারে কে বা কারা গুলি চালায়। সৌভাগ্যক্রমে গুলি যুবনেতা চন্দন দাসের হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। তার শরীরে আঘাত লাগে। কিন্তু প্রাণে রক্ষা পান তিনি। আহত যুব তৃণমূল নেতার চিকিত্‍সা করানো হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তার সংকট কেটে গিয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এদিকে কে বা কারা চন্দন দাস কে লক্ষ্য করে গুলি চালালে তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতার কারনে এই হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ । ওই যুবনেতার কোনো পুরনো শত্রু আছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।