শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ, পার্কসার্কাস থেকে ধৃত ১১

ভুয়ো (Fake)ভ্যাকসিন ক্যাম্প, IAS, IPS, CID, স্বাস্থ্যকর্মীর পর ভুয়ো কল সেন্টার (Call Center) চালানোর অভিযোগে কলকাতায় ধৃত ১১। গোপন সূত্রে খবর পেয়ে পার্কসার্কাস এলাকা থেকে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে লালবাজারের (Lalbazar) গুন্ডা দমন শাখার আধিকারিকরা। উদ্ধার হয়েছে বেশকিছু জাল নথি-সহ ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন এবং নানা গ্যাজেটস। অভিযোগ, একটি বিশ্ববিখ্যাত অনলাইন পরিষেবার নাম করে জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল অভিযুক্তরা। একদম সাজানো-গোছানো অফিস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ১১ জনের নাম
মহম্মদ আপ্পু, তাসফিন, মহাম্মদ আলি, মির্জা রিয়াজ, কাশিফ হাসান, মির্জা শাহনাওয়াজ, শেখ জাসিম, বাবলু প্রসাদ, তৌসিফ আলি, মহম্মদ শাহবাজ, শাহিদ আফ্রিদি এবং অভিজিৎ ঘোষ। এদের সকলকেই মঙ্গলবার আদালতে তোলা হয়।

আরও পড়ুন:রাজুর মৃত্যুর আগে ধ্বস্তাধস্তির সময়ে কে কাকে চড় মেরেছিল? সেই ঘটনায় চাঞ্চল্য