Saturday, August 23, 2025

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

Date:

লোকসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ পর্যাপ্ত টিকা পায়নি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে রাজ্যের জন্য আরও ভ্যাকসিন (Vaccine) চেয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছন মমতা। আধ ঘণ্টা বৈঠক হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।

বৈঠক সেরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি সৌজন্যে বৈঠক। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেভাবে তাঁর কথা হয়নি। কলাইকুন্ডায় তাঁদের দেখা হয়েছিল। কিন্তু বৈঠক হয়নি। এদিন করোনা (Carona) পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, রাজ্য করোনার ওষুধ এবং ভ্যাকসিন পেয়েছে ঠিকই কিন্তু বাংলার জনসংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়। আরো ভ্যাকসিন প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউ এর আগে সবাইকে টিকা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা।

একইসঙ্গে রাজ্যের নাম বদলের বিষয়টিও দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী বলেন, পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক তদন্ত।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি জানান, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য RTPCR টেস্ট প্রয়োজন। আমার ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে। কিন্তু এখন টেস্ট কোথায় করাব? পরে রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করব। উনি ভালো থাকুন। এটাই আমরা সবাই চাই”।

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version