Monday, November 10, 2025

ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেন আদালত। সোমবার ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র নেতৃত্বাধীন ভারতীয় ব্যঙ্কগুলির করা মামলায় এই রায় দিল ব্রিটেন আদালত। এই রায়ের ফলে, ব্যাঙ্কের বিপুল পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত ব্যবসায়ী বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার সুবিধা পেয়ে যাবে ভারতীয় ব্যাঙ্কগুলি।বিশ্বব্যাপী সেই সম্পত্তি দিয়েই ঋণের বোঝা মেটানো হবে।

এদিন ভার্চুয়াল শুনানিতে ব্রিটিশ উচ্চ আদালতের চ্যান্সেরি ডিভিশনের মুখ্য দেউলিয়া ও কোম্পানির এজলাসে বিচারক মাইকেল ব্রিগস ঘোষণা করেন, আমি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করছি। শুনানিতে বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করে ব্যাঙ্কের পক্ষে রায় দেওয়ার জন্য জোরালো সওয়াল করেন ভারতীয় ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের কৌঁসুলি টিএলটি এলএলপি ও ব্যারিস্টার মার্সিয়া শেখেরদেমিয়ান।

পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া বিশাল অঙ্কের টাকা ফেরত না দিয়ে বহুদিন যাবৎ ইংল্যান্ডের রয়েছেন। ব্রিটিশ আদালতে ভারতে প্রত্যর্পণের মামলাও চলছে। এদিনের শুনানিতে ব্যবসায়ীর আইনজীবী তাঁকে দেউলিয়া নির্দেশ স্থগিত রাখার আবেদন করেন। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। আদালতের তরফে বলা হয়েছে যে, মালিয়া সময় মতো ঋণ মেটাতে পারবেন, এমন প্রমাণ নেই। ভারতের স্টেট ব্যাঙ্ক সহ মোট ১৩টি ব্যাঙ্ক এই মামলা করেছিল। মালিয়ার ঋণের পরিমান ১০০ কোটির বেশি, আর সেই ঋণ মেটানো তাঁর পক্ষে সম্ভব নয়, তাই আদালত এই রায় দিয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version