Saturday, August 23, 2025

বিজেপিকে হারানোর ক্ষমতা আছে মমতার: কমলনাথ, দীর্ঘদিনের পরিচয়: আনন্দ

Date:

বিজেপিকে হারানোর ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের- মঙ্গলবার, দুপুর দুটো নাগাদ দিল্লিতে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন কংগ্রেস (Congress) নেতা কমলনাথ (Kamolnath)। এদিন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। তার আগে কংগ্রেসের দুই নেতা কমলনাথ এবং আনন্দ শর্মার (Anand Sharma) সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমলনাথ জানান, “অনেকদিন পর আমাদের পুরনো সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলাম। বিশেষ কোনো রণকৌশল বা রাজনীতি আলোচনা এখানে হয়নি। সেটা শীর্ষ নেতৃত্ব করবেন। কিন্তু বর্তমানে দেশের যা পরিস্থিতি আশেপাশের যা পরিস্থিতি তা নিয়ে আলোচনা হয়েছে।” তবে রাজনৈতিক বিষয়ে যা আলোচনা তা কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বুধবার হবে বলে জানান কমলনাথ। দেশের বিজেপি (BJP) বিরোধী শক্তির মুখ কি মমতা? এ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিকে হারানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে।

আরও পড়ুন:পেগাসাসকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার শীর্ষ আদালতে ২ সাংবাদিক

বিকেল তিনটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা। সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে তাঁদের। তবে রাজনীতির বিষয়ে যা কথা তা সোনিয়া গান্ধী বলবেন বলে জানান আনন্দ শর্মাও। বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে।

পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version