Saturday, November 8, 2025

ছাড়া পেলেন না। পর্ন -কাণ্ডে (pornography) আরো ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রা (Raj kundra)কে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (crime branch Mumbai police) মঙ্গলবার, ২৭শে জুলাই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তদন্তের প্রয়োজনে রাজ কুন্দ্রার মত প্রভাবশালী ব্যক্তিকে নিজেদের হেফাজতে রাখা অত্যন্ত জরুরি। মুম্বই  পুলিশের এই আবেদনে সাড়া দিয়ে আরও ১৪ দিন তাঁকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও সেই সব ভিডিয়ো অ্যাপে প্রকাশ করার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে মুম্বই পুলিশ রাজকে গ্রেফতার করেছিল। তারপর থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন এনআরআই ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

এদিকে, রাজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী অফিসার রা বলেছেন, একটি অ্যাকাউন্টে ১ কোটির বেশি টাকা রয়েছে। সূত্র জানাচ্ছে, রাজ ও শিল্পার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। পুলিশের অনুমান, পর্নোগ্রাফি অ্যাপ ‘হটস্পট’ ও ‘বলি ফেম’ থেকে উপার্জিত অর্থ সরাসরি ঢুকত সেই অ্যাকাউন্টে। সেই টাকা বিট কয়েনেও লগ্নি হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গত সপ্তাহে রাজের অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। রাজের বিতর্কিত অ্যাপ ‘হটস্পট’ সম্পর্কিত বেশকিছু মেসেজ পেয়েছেন তাঁরা। হটস্পটকে ঘিরে বিতর্ক হওয়ার কারণ, পুলিশের বিশ্বাস এই অ্যাপেই রাজ প্রকাশ করতেন পর্নোগ্রাফি ভিডিয়ো। মুম্বই পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, গুগল ও অ্যাপেল প্লে স্টোর থেকে ওই অ্যাপটি আগেই সরিয়ে ফেলেছিলেন রাজ। লঞ্চ করেছিলেন আরও একটি অ্যাপ – ‘বলি ফেম’। অন্যদিকে গত সপ্তাহে রাজের আইনজীবী আপত্তি জানিয়ে বলেছিলেন, অ্যাপে আপলোড হওয়া বিষয়বস্তু কোনও মতেই পর্নোগ্রাফি নয়।

 

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version