Monday, November 10, 2025

হরিশ্চন্দ্রপুরে ধুন্ধুমার: ১১ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ, অপহৃত পঞ্চায়েত প্রধানও!

Date:

গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে মঙ্গলবার সকালে মালদহের (Maldah ) হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক অফিসে হাজির হয়ে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ১২ জন বিক্ষুব্ধ সদস্য। কিন্তু অনাস্থার কাগজ পেশ করার আগেই ব্লক অফিস থেকেই ১১ জন পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তার সঙ্গে পাল্টা প্রধানকেও অপহরণের করা হয় বলে উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।

আরও পড়ুন:বিধি মানতে রাতে সিপি-এসপিদের কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

মঙ্গলবার, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের হাইকোর্টের (High Court) নির্দেশে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার প্রস্তুতি হিসেবে ওই গ্রাম পঞ্চায়েতের ১২ জন বিক্ষুব্ধ সদস্য সিগনেচার ভেরিফিকেশনের জন্য বিডিও (Bdo) অফিসে যান। সেখানে এই ১২ জন সদস্য অনাস্থা নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ, এমন সময় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবির (Jubeda Bibi) স্বামী আশরাফুল হকের (Ashraful Haq) নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি দল ব্লক চত্বরে গিয়ে বিক্ষুব্ধ ওই ১২ জন পঞ্চায়েত সদস্যকে অপহরণ করেন। এরমধ্যে বিক্ষুব্ধ সদস্য ও আশরাফুল বাহিনীর মধ্যে ব্লক চত্বরেই হাতাহাতি বেধে যায়। ভাঙচুর চালানো হয় ব্লকের সদ্ভাব মণ্ডপে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকায়। অভিযোগ, বিক্ষুব্ধ ১২ জন সদস্যের মধ্যে ১১ জনকে অপহরণ করে আশরাফুল বাহিনী। একজন কোনক্রমে পালিয়ে যান। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ সদস্যদের সঙ্গে যাওয়া তৃণমূল সমর্থকরা লোহা ব্রিজে অবরোধ চালায়। পুলিশের গাড়ি আটকে চলে বিক্ষোভ। এমনকী এই ঘটনায় পুলিশের সামনে দুই পক্ষের হাতাহাতি বাধে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ব়্যাফ। থমথমে হরিশ্চন্দ্রপুর এলাকা।

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version