Wednesday, August 27, 2025

সুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি

Date:

সংসদের বাদল অধিবেশন(monsoon session) শুরু হলেও বিরোধীদের প্রবল বিক্ষোভের প্রতিবাদে মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। পেগাসাস ও কৃষি আইনকে কেন্দ্র করে সংসদের তুমুল বিক্ষোভ শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Banerjee) ফোন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তবে রাজনাথকে ফোনের ওপার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, পেগাসাস ইস্যুতে সংসদের অন্দরে আলোচনা চায় তৃণমূল।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শাসক দলের কাছে। ফলস্বরূপ বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোনে তিনি অনুরোধ করেন, বিরোধিতা যেন সুষ্ঠুভাবে সংসদ চালাতে সহযোগিতা করে। তবে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মৌনতায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল সংসদে এই ইস্যুতে আলোচনা চায় তৃণমূল। কেন্দ্র বিরোধীদের দাবি না মানলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে দেশের বিরোধী দলগুলি। দাবি তোলা হয়েছে সংসদে এই ইস্যুতে আলোচনার। যদিও বিরোধীদের এই দাবিকে কানেই তোলেনি কেন্দ্র। ফলস্বরূপ লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতবি হতে দেখা গিয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও অধিবেশন শুরুতে বিরোধীদের হই হট্টগোলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে। তিনি বলেন, “সংবাদমাধ্যম দেখে আমি যা বুঝতে পারছি, সংসদের একটা অংশ সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে দিতে চায় না। সংসদ জনগণের ই্যস্যু নিয়ে আলোচনা করার জায়গা।”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version