Wednesday, November 12, 2025

বুধে সোনিয়ার সঙ্গে ‘চায়ে পে চর্চা’ মমতার, বৈঠকের সম্ভাবনা শরদ-সঞ্জয়দের সঙ্গেও

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তা বোঝা যাচ্ছে একের পর এক বিভিন্ন দলের নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাতের তালিকা দেখেই। সোমবার দিল্লি পৌঁছেছেন মমতা। মঙ্গলবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা কমলনাথ (Kamalnath) এবং আনন্দ শর্মার (Anand Sharma) সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁরাই জানিয়ে দেন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করবেন মমতা। এদিন সন্ধেয় মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী অভিষের মনু সিংভি। তবে এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি তিনি।

মোদির সঙ্গে সাক্ষাতের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমোও জানান বুধবার সোনিয়া গান্ধী তাঁকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। মমতা বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ‘চায়ে পে চর্চা’ হবে। এছাড়াও এনসিপি (Ncp), শিবসেনা (Shivsena), সমাজবাদী পার্টির (Samajbadi Party) নেতাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার, বিকেল সাড়ে চারটেয় সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে, দুপুর ১টায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সংসদীয় দলের বৈঠকে থাকবেন মমতা। সেখানেই এরপর সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, জাভেদ আখতার-শাবানা আজমির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হওয়ার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের- এদিন তাঁর সঙ্গে দেখা করার পর এ কথা কার্যত স্বীকার করেন কংগ্রেস নেতা কমলনাথ। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, তিনি ‘ফলোয়ার’। তবে, এদিন মোদি-মমতা বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ বুধবারের সোনিয়া-মমতা বৈঠক। তার দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন- লকডাউনে কাজ হারানো মডেলদের টার্গেট করেছিল রাজ কুন্দ্রার কোম্পানি!!

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version