Saturday, August 23, 2025

আটক আইপ্যাক সদস্যদের মুক্ত করতে সরাসরি আসরে তৃণমূল, ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্যরা

Date:

Share post:

মঙ্গলবারেও তাঁরা হোটেলেই ‘বন্দি’।রবিবার থেকে আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছে । আজও তাঁদের গতিবিধি অবাধ করে দেওয়া হয়নি।
ত্রিপুরায় আটক আইপ্যাকের ২৩ প্রতিনিধিদের মুক্ত করতে এবার সরাসরি আসরে নামল তৃণমূল। আগামীকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী  মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছবেন। সেখানে পৌঁছেই ২৩ জনের দলটিকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। জানা গিয়েছে, আগামিকাল সকাল ৯.২০ মিনিটে কলকাতা থেকে বিমান ধরবেন ব্রাত্য বসুরা।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুুলিশ৷যদিও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে তৃণমূলের তরফে পাল্টা কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার সভাপতি আশিস লাল সিং। এই নিয়েই এবার আসরে নামছেন বাংলার তৃণমূলের নেতামন্ত্রীরা।
যদিও এই পরিস্থিতিতেও ত্রিপুরায় থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপ্যাক।

আইপ্যাকের তরফে জানানো হয়েছে, তারা হোটেলে থেকেই কাজ চালিয়ে যেতে চায়। বিপ্লব দেবের সরকারের কোনও চাপের কাছে নতিস্বীকার করবেন না তাঁরা। বরং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আইপ্যাক যে সমীক্ষার কাজ শুরু করেছে, তা তাঁরা চালিয়ে যাবেন।

রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবারও পরিস্থিতি বদলায় নি।
গত সপ্তাহ থেকে ওই হোটেলে থেকেই আইপ্যাকের ২৩ জনের প্রতিনিধিদল রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চালাচ্ছিল। ত্রিপুরা পুলিশের অভিযোগ ছিল, করোনা সংক্রমণের সময় বাইরের রাজ্য থেকে ওই ২৩ জন এসেছেন। তাই তাঁদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে। সোমবার তাঁদের কোভিড পরীক্ষা করানোর পরেও মঙ্গলবারও তাঁরা হোটেলেই ‘বন্দি’ রয়েছেন।এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করছে।

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...