স্পেনের কাছে আটকে অলিম্পিক্স থেকে বিদায় নিল আর্জেন্তিনা

টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics ) থেকে বিদায় নিল আর্জেন্তিনা( Argentina )। বুধবার স্পেনের( spain) বিরুদ্ধে ড্র করে অলিম্পিক থেকে ছিটকে গেল তারা। কোপা আমেরিকায় জয়ের মুখ দেখলেও, টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে গ্রুপ পর্বই উতরাতে পারল না নিল-সাদা ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় স্পেন। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার তরুণ স্কোয়াডের বিরুদ্ধে বেশ ভালোই খেলছিল স্প্যানিশ ব্রিগেড। ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল মেরিনো। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় নিল-সাদা ব্রিগেড। ম‍্যাচের ৮৭ মিনিটে কর্নার থেকে হেড করে আর্জেন্তিনাকে সমতায় ফেরান টমাস বেলমন্তে। তবে এই গোল করেও কোনও লাভ হল না আর্জেন্তিনার।

এদিকে  গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল স্পেন, দ্বিতীয় স্থানে থেকে যোগ্যতা অর্জন করল মিশর।

আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার পূজা রানি

 

Previous article‘আত্মতুষ্টি হলে চলবে না’, সংক্রমণ রোধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
Next articleঅভিষেকের উপর বেআইনি নজরদারি, প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদ