Sunday, November 9, 2025

লখনউতে রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে দিল ট্রাক, জখম আরো ১৯

Date:

লখনউয়ের (Lucknow) এর কাছে মর্মান্তিক দুর্ঘটনা (road accident)। মঙ্গলবার গভীর রাতে মাঝ রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে দিল (died 18 migrant worker) ট্রাক। জখম আরো ১৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

লখনউ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বারাবাঁকির রাম সানেহি ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকটি। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুমড়ে মুচ়ড়ে যাওয়া বাসের নিচে এখনও বেশি কয়েকটি মৃতদেহ আটকে রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, লখনউ থেকে প্রায় ২৮ কিমি দূরে অবস্থিত বারাবাঁকির আশেপাশেই কোথাও নির্মাণ কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন ওই শ্রমিকরা। বিহারের বাসিন্দা ওই শ্রমিকেরা বাসে করে হরিয়ানা থেকে ফিরছিলেন। কিন্তু গভীর রাতে মাঝপথেই খারাপ হয়ে যায় বাস। চালক বাস ছাড়ার জন্য বেশ কিছুক্ষণ সময় চেয়ে শ্রমিকদের বাস থেকে নিচে নেমে বিশ্রাম করতে বলেন। বাস ঠিক করতে নামেন। শ্রমিকরা বাসের সামনেই রাস্তায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন । কিন্তু মাঝ রাতে আচমকাই দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাস ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version