Tuesday, November 4, 2025

শিল্পার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, টাকার উৎস জানতে তদন্তে মুম্বই পুলিশ

Date:

তিনি কিছুই জানেন না বলে বারবার দাবি করলেও মুম্বই পুলিশের (Mumbai police crime branch) অপরাধ দমন শাখা এত সহজে রাজ কুন্দ্রার স্ত্রী তথা অভিনেত্রী শিল্পা শেট্টিকে (Bollywood actress Shilpa Shetty) ক্লিনচিট দিতে রাজি নয়। কারণ বিগত কয়েক মাসের মধ্যে শিল্পার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কিভাবে এলো। তারপর সেগুলি আবার কোন খাতে খরচ হল, সে সব ব্যাপারে তদন্তকারী অফিসারদের কাছে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি শিল্পা। তবে তাঁর অ্যাকাউন্টে এত এত টাকা লেনদেন হচ্ছে অথচ তিনি নিজেই জানেন না এটা হতে পারে না। তাই শিল্পা জানেন না বলে দাবি করলেও তাঁকে এখনই ক্লিনচিট দিচ্ছেনা মুম্বই পুলিশ। বরং শিল্পার ফোন এবং গতিবিধির ওপর কড়া নজরদারি রাখতে চলেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা।

এদিকে পর্নকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন মডেল তথা অভিনেত্রী সেলিনা জেটলি।

সেলিনা জেটলির মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁকেও রাজ কুন্দ্রার সংস্থা ‘ ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ ‘ থেকে ফোন করে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেলিনার মুখপাত্র দাবি , তাঁর কাছে নাকি হটশট অ্যাপের জন্য নয়। বরং শিল্পার ইনফ্লুয়েন্সার অ্যাপ জেএল স্ট্রিমের জন্য প্রস্তাব গিয়েছিল।

 

অন্যদিকে পর্ন কাণ্ডে এবার সরাসরি রাজ কুন্দ্রাকে সমর্থন করলেন বলি অভিনেত্রী সোমি আলি। সোমি স্পষ্ট জানিয়েছেন, পর্ন ছবিতে অভিনয় করাটা কোনো অন্যায় বা পাপ কাজ নয়। যতক্ষণ না যৌনাচার হচ্ছে, ততক্ষণ যাঁরা পর্ন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করছেন, তাঁদের আতসকাচের তলায় রেখে বিচার করতে রাজি নন তিনি। সোমির দাবি যৌনতা, পর্ন ভিডিয়ো নিয়ে মানুষের কৌতূহল সবথেকে বেশি। আবার এটা নিয়েই অনেক সামাজিক ট্যাবু ও সীমাবদ্ধতা রয়েছে। তিনি জানান, পর্ন ইন্ডাস্ট্রিতেও পেশাদাররাই কাজ করেন। যৌনতার ক্ষেত্রে কখনও বলপ্রয়োগ করা ঠিক নয়। সেটা অনুচিত। এ কারণেই দেশে সেক্স এডুকেশনকে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সোমি।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version