Thursday, December 25, 2025

রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মিঠুনের ডায়লগ নিয়ে সংশয়ে আদালত

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের ছবির সংলাপ আউড়ে ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । বলেছিলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে,’ এছাড়াও বলেছিলেন, ‘আম জলধোরাও নয়, বেলেবোড়াও নয়, একেবারে জাত গোখরো, এক ছোবলেই ছবি।’ তারপরেই এই সংলাপ নিয়ে বাংলা সিটিজেন্স ফোরাম মানিকতলা থানায় একটি মামলা করে। মামলাকারীদের দাবি ছিল, মিঠুনের চোখা চোখা সংলাপ রাজ্যে ভোটপরবর্তী হিংসা ছড়ানোর জন্য দায়ী ছিল। সেই সংক্রান্ত মামলা কয়েক মাস ধরেই আদালতে চলছে। মিঠুনের তরফে এই মামলার এফআইআর খারিজের আবেদন করেন অভিনেতা।

সেই মামলার পর্যবেক্ষণে বুধবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, ‘শোলের আমজাদ খান থেকে আজ পর্যন্ত হাজার হাজার জনপ্রিয় সিনেমা ডায়লগ তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী ডায়লগটিও জনপ্রিয়। মিঠুন নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি ওই ডায়লগ বলেছেন। এরপর আর কী তদন্তের বাকি থাকে?’ তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে আমি মনে করি, ডায়লগে ভোট পরবর্তী অশান্তি তৈরি হয়েছে, এটা ঠিক নয়। তিনি ব্রিগেড সমাবেশে বলেছিলেন ওই ডায়লগ, স্বীকার করে নিয়েছেন। এরপর আর কোনও তদন্ত প্রসঙ্গ আসতে পারে কি?
যদিও রাজ্যের সরকারি আইনজীবি এই মামলা নিয়ে আরও তদন্তের আর্জি জানান।
এই মামলায় একাধিকবার ভার্চুয়ালি কলকাতা পুলিশের জেরার মুখে পড়েন মিঠুন চক্রবর্তী। কিন্তু তিনি বারবার জেরায় হাজিরা দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন।
বিচারপতি কৌশিক চন্দ আগামী মঙ্গলবার দুপুর ২ টার সময় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এরই সঙ্গে এই মামলার তদন্তের অগ্রগতির সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বাংলা সিটিজেন্স ফোরামের তরফে মৃত্যুঞ্জয় পাল বলেন, যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই কোনও মন্তব্য করব না। তবে এটা ঠিক যে, মিঠুন চক্রবর্তী আম আদমি নন। তার মতো একজন জনপ্রিয় অভিনেতার কথায় দলীয় কর্মীরা প্রভাবিত হবেন এটাই স্বাভাবিক । বাস্তবে ঘটেছেও তাই। তার মতো মানুষের কাছ থেকে আর একটু সচেতনতা আশা করেছিলাম আমরা। আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার শুনানির সময়ই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...