অধিবেশন চলাকালীন জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল সাংসদ

বাদল অধিবেশন চলাকালীন সংসদে আচমকা জ্ঞান হারান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। বুধবার অধিবেশন চলাকালীন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নয়াদিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন সাংসদ। তবে অধিবেশন চলাকালীন তিনি কেন জ্ঞান হারিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েক ঘণ্টা শান্তাকে পর্যবেক্ষণে রাখা হবে।