জল্পনার অবসান। আরও একবছর এটিকে মোহনবাগানে( Atk mohunbagan) রয় কৃষ্ণা( roy krishna)। বৃহস্পতিবার মোহনবাগান দিবসের দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল বাগান কর্তারা। আরও একবছর বাগান জার্সি পরে খেলতে মুখিয়ে বাগানের ফিজি তারকা।

বাগানে সই করার পর রয় কৃষ্ণা বলেন,”যখন থেকে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই ক্লাবকে আর কলকাতার মানুষকে আমার ঘরের মত লাগত। যদি অতিমারি না থাকত তাহলে কোনও অনুরোধের প্রয়োজনই ছিল না, কিন্তু প্রত্যাশামতই ক্লাব ম্যানেজমেন্ট নিজেদের উপায়ে এগিয়ে এসেছে এবং আমায় ও আমার পরিবারকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা সুরক্ষিত থাকব এবং অতিমারির নানা ঝুঁকি সত্ত্বেও নিরাপদ থাকব আর এতেই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমি মোহনবাগানেই খেলব। এটিকে-মোহনবাগানে থেকে যাওয়াটা আমার কাছে বড় সম্মানের এবং আমি খুবই খুশি যে এই সুখবর একটি বিশেষ দিনে সমর্থকদের দিতে পারছি। আমি আশা করছি ওরা খুশি হোক এবং সবুজ-মেরুণ দলকে সমর্থন করে যাক।”

Good Morning, #Mariners! 👋🏻
The news that you all are waiting for! 🥳🤩
Roy stays in the City of Joy! 💚❤️#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball #RoyStays @RoyKrishna21 pic.twitter.com/kNPPzOPCGj
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 29, 2021
আরও পড়ুন:অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে অতনু দাস
