Saturday, November 15, 2025

পেগাসাস কাণ্ড: বৃষ্টিস্নাত কলকাতায় ঘোড়ায় চেপে কালো কাপড়ে চোখ ঢেকে অভিনব প্রতিবাদ মদনের

Date:

মদন মিত্র (Madan Mitra) মানেই একটু অন্য কিছু। মদন মিত্র মানেই অভিনবত্ব। তা সে রাজনৈতিক কর্মকাণ্ড হোক, ভোটের প্রচার, পুজো কিংবা প্রতিবাদ। এবার সেই পথে হেঁটেই ফের শহরের বুকে অভিনব প্রতিবাদে সামিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC( নেতা মদন মিত্র।

পেগাসাস (Pegasus) কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। চোখে কালো কাপড় বেঁধে, কালো পোশাকে, কালো ঘোড়া নিয়ে প্রতিবাদ করলেন তিনি। এই প্রতিবাদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তিনি।

এদিন ভবানীপুর থেকে ২ কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন মদন। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে, কখনও হেঁটে-কখনও ঘোড়ার পিঠে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মদন মিত্র।

 

তাঁর কথায়, “ফোনে আড়ি পাতছে বিজেপি। সত্য প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি।” পেগাসাস কাণ্ডে প্রথম কোনও রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি। এবার এই কাণ্ডে মদন মিত্রের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ দেখল বৃষ্টিস্নাত কলকাতা।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version