Thursday, December 25, 2025

গভীর নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । এই নিম্নচাপের জেরে আগামী দুদিন রাজ্য জুড়ে সারাদিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের কিছু জেলা-সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকার কারণে আজ এবং আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...