Sunday, August 24, 2025

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । এই নিম্নচাপের জেরে আগামী দুদিন রাজ্য জুড়ে সারাদিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের কিছু জেলা-সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকার কারণে আজ এবং আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

 

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version