Wednesday, August 27, 2025

“এখনও তো ম্যাচ শুরুই হয়নি। আর তাতেই ভয় পেয়ে গেল ওরা (বিজেপি)।” আজ, বৃহস্পতিবার সকালে আগরতলায় (Agartala) নেমেই এভাবেই বিজেপিকে (BJP) তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

প্রসঙ্গত, পলিটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি সমীক্ষা করতে আসা ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishore) পেশাদার সংস্থা আইপ্যাকের (IPAC) ২৩জন সদস্যকে হোটেলে “গৃহবন্দি” করে রেখেছে বিপ্লব দেবের(Biplab Dev) প্রশাসন। করোনা রিপোর্ট নেগেটিভ (Movie Negative) আসার পরও তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে (DMA) মামলা রুজু করেছে আগরতলা পুলিশ। সমন পাঠিয়ে আগামী ১ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেও পাঠানো হয়েছে।

আর ত্রিপুরায় আইপ্যাকের সদস্যদের আটকে রাখা নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। গতকাল ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের তিন সদস্য ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরা পৌঁছলেন ডেরেক। এছাড়াও ত্রিপুরায় এসে গিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ,বৃহস্পতিবার আসছেন না। আগামিকাল, শুক্রবার দুপুর কিংবা বিকেলের দিকেই তাঁর ত্রিপুরায় আসার কথা।

এদিন আগরতলায় নেমেই ডেরেক বলেন, “শুধু এখানে নয়, সারাদেশে মোদি-শাহ যা স্বৈরাচারী ব্যাপার শুরু করেছেন, তা অত্যন্ত গুরুতর। বাংলার ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপিকে জেতাতে পারেননি মোদি-শাহ। তাই এখন ত্রিপুরায় তৃণমূলকে আটকানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।”

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version