Saturday, August 23, 2025

তৃতীয় ঢেউয়ের(third wave) একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের বারবার সতর্ক বার্তার পর গত কয়েক দিনের দৈনিক পরিসংখ্যান সে দিকেই ইঙ্গিত করছে। বিগত ২৪ ঘন্টায় দেশে ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য হলেও বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র ভ্যাকসিন দেশে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনকে।

আরও পড়ুন:বিহারের কাটিহারে গুলি করে হত্যা করা হল মেয়রকে, তদন্তের দাবিতে সরব চিরাগ

পাশাপাশি তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে দক্ষিনের রাজ্য কেরল। জানা যাচ্ছে গোটা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version