Friday, November 14, 2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান ! আজ দুপুর ২টোয় সিবিএসই-র ফল প্রকাশ

Date:

দীর্ঘ প্রতিক্ষার পর অবসান ঘটিয়ে আজ বেলা ২টোয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র ফল। করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফলপ্রকাশ করা হবে। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর সময় সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট- cbse.nic.in এবং cbse.gov.in.-এ গিয়ে পরীক্ষার ফলাফল দেখা যাবে।

আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হত বোর্ডকে। তবে সূত্রের খবর, তাঁর আগেই ফল প্রকাশের জন্য চেষ্টা চলছিল। শুক্রবার সকালে সিবিএসই বোর্ডের তরফে একটি টুইট করা হয়। সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির একটি দৃশ্য নিয়ে লেখা হয়েছে, ‘আখির ও দিন অ্যা হি গ্যায়া’। দীর্ঘদিন অপেক্ষার পরে ফলাফল প্রকাশে উচ্ছ্বসিত পড়ুয়ারা।

সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। তাঁর ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। আজ দুপুর ২টোয় সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.nic.in ও cbse.gov.in –এ ফল জানা যাবে। এ ছাড়া উমঙ্গ অ্যাপ বা Digilocker অ্যাপ বা ওয়েবসাইট umang.gov.in-এও ফল জানা যাবে। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।

তবে রেজাল্ট জানার আগে রোল নম্বর জানতে হবে পরীক্ষার্থীদের৷ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিদার্থে ‘রোল নম্বর ফাইন্ডার’ চালু করল বোর্ড।

  • কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করতে হবে, তা একনজরে দেখে নিন।
  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • স্ক্রোল করে পেজে ‘রোল নম্বর ফাইন্ডার’ লেখার ওপরে ক্লিক করুন
  • নতুন পেজ ওপেন হবে।তাতে ‘continue’ অপশনে ক্লিক করুন
  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি নথিভুক্ত করুন
  • এরপর নিজের নাম, বাবার নাম সহ প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version