Thursday, August 21, 2025

ভুয়ো আইএএস (fake IAS officer) , ভুয়ো আইপিএস(fake IPS officer) এর পর এবার ভুয়ো ডাকপিওন(fake peone)। ভুয়ো ডাকপিওন দিয়ে কাজ করানোর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে (North Dinajpur)। রায়গঞ্জের অদূরে শুক্রবার দুপুরের দেবীনগরের ঘটনা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ডাকঘরে পিওন হিসেবে নিযুক্ত এক ব্যক্তি অন্য কাজে ব্যস্ত থাকেন। তার জায়গায় অন্য একজনকে পিওন সাজিয়ে কাজকর্ম করানো হচ্ছে বলে অভিযোগ। এমনকী, এক ব্যক্তি গ্রাহকদের জেরার মুখে স্বীকারও করেছেন, তিনি ডাককর্মী নন, কিন্তু, সরকারি পিওনের হয়ে নিয়মিত কাজ করে কিছু টাকা পেয়ে থাকেন।

এভাবে প্রকৃত পিওনের বদলে অন্যকে দিয়ে কাজ করানো তো বেআইনি। তা হলে তা হচ্ছে কীভাবে! ডাক সূত্রের খবর, কর্মীর অভাব থাকায় অস্থায়ীভাবে কিছু পিওন নিয়োগ করা হয়ে থাকে বলে ভুয়ো পিওনের অভিযোগ করা হয়ে থাকতে পারে। তবে কেউ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বলে প্রমাণ মিললে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এক ডাক কর্তা।

এলাকাবাসীদের কয়েকজন জানান, ওই ডাকঘরের চিঠিপত্রের স্তূপ জমেছে। ডিজিটাল রেশন কার্ড বিলিতে দেরি হচ্ছে। গ্রাহকরা ডাকঘরে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, প্রকৃত ডাকপিওন অনুপস্থিত থেকে অন্য একজনকে দিয়ে কাজ করানোয় সমস্যা হচ্ছে। তবে ওই ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই অস্থায়ী ভিত্তিতে কিছু ডাকপিওন নিয়োগ করা হয়েছে। কোনও ডাকপিওন নিজে অনুপস্থিত থেকে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন এমন ঘটনা ঠিক নয় বলে দেবীনগর ডাকঘর কর্তৃপক্ষ দাবি করেছেন।

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version