Thursday, August 28, 2025

মুকুলের অনুপস্থিতিতে বিধানসভায় PAC বৈঠকে পৌরোহিত্য করলেন তাপস রায়

Date:

আজ, শুক্রবার ছিল নবনির্মিত রাজ্য বিধানসভার (Assembly) প্রথম পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) প্রথম বৈঠক ছিল। কিন্তু এই কমিটির চেয়ারম্যান তথা বিজেপির (BJP) টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিধায়ক মুকুল রায় (Mukul Roy) সেই সময় শহরে না থাকায় বৈঠকে হাজির হতে পারেননি তিনি। আবার পূর্ব ঘোষণা মতো এই মিটিংয়ে হাজির হননি বিজেপি’র কোনও বিধায়ক। যদিও বৈঠকে যোগ দিয়েছিলেন কমিটির সদস্য তৃণমূল (TMC) বিধায়করা। আর মুকুলের অনুপস্থিতিতে বৈঠকের পৌরোহিত্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy).

এছাড়াও ছিলেন নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার, স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডলের মত তৃণমূল কংগ্রেস সদস্যরা। জানা গিয়েছে, এদিনের এই বৈঠক ছিল নিছকই নিয়মরক্ষার। তবে তা রেকর্ড বুকে তোলা হয়েছে। আজ তেমন কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি।আগামী ১৩ ও ২৭ অগাস্ট PAC-এর পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও কোনও একটি বৈঠকে কমিটির সদস্যদের অন্য কেউ তাঁর দায়িত্ব পালন করতে পারেন। সে দিক থেকে মুকুল বৈঠকে না থাকলেও এই বৈঠক বৈধ । কমিটির অন্যতম সদস্য তাপস রায় বলেন, ‘‘স্ট্যান্ডিং কমিটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। তবু বলতে পারি, চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক হওয়ার সুযোগ বিধানসভার বিধিতে রয়েছে।’’ কিন্তু চেয়ারম্যান পদে যে মুকুলবাবুর নিয়োগ নিয়ে বিরোধীদের বয়কটের মতো ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হল, প্রথম বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে অবশ্য তাপসবাবু কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এই নিয়োগের অধিকার স্পিকারের। দলের বিষয় নয়।’’

প্রসঙ্গত, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দাবি নিয়ে দীর্ঘ রাজনৈতিক সংঘাত চলছে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে। প্রথা অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান বিরোধী কোনও বিধায়ককে করা হয়। তাহলে মুকুল রায় কেন? তিনি তো তৃণমূলে যোগ দিয়েছেন? সেই প্রশ্ন তুলেই এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা। তৃণমূলের পাল্টা দাবি, মুকুল রায় এর আগে বিধানসভা অধিবেশনে বিরোধী বেঞ্চেই বসেছেন। তাছাড়া এখনও খাতায়-কলমে তিনি বিজেপিরই বিধায়ক। তাহলে সমস্যা কোথায়?

আরও পড়ুন:এখনও থমথমে সীমান্ত, রাজ্যবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ অসমের

 

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version