ফের নতুন লুকে সমর্থকদের মনে ঢেউ তুললেন মাহি

ফের নতুন লুকে চমকে দিলেন মহেন্দ্র সিং ধোনি (  ms dhoni)। একেবারে চমকে দেওয়া হেয়ার স্টাইলে সামনে এলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।  সেই ছবি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মহেন্দ্র সিং ধোনির এই নতুন লুকের নেপথ্যে রয়েছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। মাহির নতুন হেয়ারকাট, দাড়িতেও রয়েছে নতুনত্ব। ক্যাপ্টেন কুলের এই নতুন লুক যেন এক ধাক্কায় তাঁর বয়সও কমিয়ে দিয়েছে।

বিভিন্ন সময় মাহি নিজের লুক পরিবর্তন করেছেন। কখনও বড় চুলে সমর্থকদের মনে ঢেউ তুলেছেন। কখনও বা ছোট চুলে। এইবার নতুন হেয়ারকাটের পাশাপাশি দাড়িতেও  অভিনবত্ব আনেন তিনি। নতুন লুকে মাহিকে কোনও অংশে কম লাগছে না সেলিব্রিটিদের থেকে।

আরও পড়ুন:অলিম্পিক্সে সেমিফাইনালে পিভি সিন্ধু