অলিম্পিক্সে সেমিফাইনালে পিভি সিন্ধু

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) ব‍্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু( pv sindhu)। এদিন কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জাপানের আকানে ইয়ামাগুচিকে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ২২-২০।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান সিন্ধু। প্রথম সেটে কার্যত চলে একপেশে লড়াই। সহজেই প্রথম সেট জিতে নেন ভারতীয় শাটলার। দ্বিতীয় সেটেও ছয় পয়েন্টের বড় ব‍্যবধান তৈরি করে সহজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু সেই সময় দুরন্ত ক‍্যামবাক করেন ইয়ামাগুচি। ৬-১২ থেকে ১৪-১৪ সমতায় নিয়ে আসেন জাপানি শাটলার। এক সময় ম্যাচ পয়েন্টের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাগুচি। কিন্তু শেষ অবধি দুরন্ত লড়াই চালিয়ে টাইব্রেকারে দ্বিতীয় ও ম্যাচ সেট জিতে নেন সিন্ধু। আর এর জেরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন পিভি সিন্ধু।

আরও পড়ুন:নিজের হার নিয়ে মুখ খুললেন মেরি, উঠল জার্সি বিতর্ক