Wednesday, November 12, 2025

মমতা-অভিষেকের মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন কাকলি

Date:

“বাংলা নিজের মেয়েকে চায়”, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) এটাই ছিল তৃণমূলের (TMC) ট্যাগ লাইন। রাজ্যের মহিলাদের বিশেষ সম্মান, সুযোগ, সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেই ভোটের ময়দানে পা রেখেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। এবার তেইশে ঘাসফুল শিবিরের লক্ষ্য প্রতিবেশি আরেক বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা (Tripura)। তাই ভোটের দেড় বছর আগে থেকেই সলতে পাকাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আর ত্রিপুরা দখলের সেই লক্ষ্যে বাংলার ফর্মুলাকে কাজে লাগিয়েই উত্তর-পূর্বের এই রাজ্যের মহিলা ভোটকেই টার্গেট করেছে তৃণমূল। বিজেপি (BJP) শাসিত বিপ্লব দেবের (Biplab Dev) রাজ্যে পদ্মবনে ঘাসফুল ফোটাতে তৃণমূলের সবচেয়ে বড় ভরসা সেই মা-বোনরাই। এবং এখন থেকেই ত্রিপুরায় সেই কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল।

ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজাতে ও একাধিক কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মেন্টর আগরতলায় পৌঁছে গিয়েছিলেন। এরপর সেখানে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং তৃণমূল সাংসদ তথা মহিলা শাখার প্রধান কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূলের মহিলা শাখার নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন কাকলি ঘোষ দস্তিদার। আগামী দিনে ত্রিপুরায় মহিলাদের নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।

নিজের রাজনৈতিক কর্মসূচির ফাঁকেই আজ, শুক্রবার সকালে ত্রিপুরার বিখ্যত ত্রিপুরেশ্বরী মন্দিরে (Tripureswari Temple) পুজো দেন কাকলিদেবী। সঙ্গে ছিলেন স্থানীয় বেশকিছু নেতা-কর্মী। ত্রিপুরেশ্বরী মন্দরে পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, ”আজ মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিলাম। ত্রিপুরার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Avishek Banerjee) জন্য প্রার্থনা করলাম।”

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এই মন্দিরেই ত্রিপুরা ও বাংলার মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার মমতা ও অভিষেকের মঙ্গল কামনায় পুজো দিলেন কাকলি। আগামী সোমবার আগরতলায় যাওয়ার কথা আছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:বাংলাদেশে প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাই মসলিন হাউস

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version