Tuesday, August 26, 2025

‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’- এই শিরোনামে বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ‘জাগো বাংলা’য় (Jago Bangla) লিখছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)। শনিবার, প্রকাশিত হয়েছে তার শেষ পর্ব। আর এই পর্বে অজন্তার কলমে এসেছেন বাসন্তী দেবী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সমাজে নেত্রীদের অবদান ইতিহাসে অবিস্মরণীয়- সেই বিশ্লেষণ করেছেন অজন্তা। তাঁর কলমে গীতা মুখোপাধ্যায় (Gita Mukherjee), আভা মাইতি (Abha Maiti), অপরাজিতা গোপ্পী (Aparajita Goppi), পূরবী মুখোপাধ্যায় (Purabi Mukherjee), কৃষ্ণা বসুর (Krisna Basu) সঙ্গেই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সেখানে অজন্তা দেখিয়েছেন নিম্নমধ্যবিত্ত পরিবারের থেকে লড়াই করে উঠে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি নেতৃত্বের জায়গায় চলে এসেছেন।

অজন্তার কথায়, “এক বাঙালি নারী হিসেবে একটি নতুন সর্বভারতীয় দলের প্রতিষ্ঠা করে এক নতুন ইতিহাস রচনা করেছেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)”। কংগ্রেসে (Congress) যোগদান থেকে শুরু করে আলাদাভাবে তৃণমূল কংগ্রেস (Tmc) গঠন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসা পর্যন্ত- মমতার উত্থানের সবটাই উঠে এসেছে অজন্তা বিশ্বাসের লেখনীতে।

অজন্তা এবং তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয় আর তার সঙ্গে ‘জাগো বাংলা’য় তাঁর লেখা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে ইতিহাসের অধ্যাপক হিসেবে বাংলার রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে অজন্তার এই লেখার মূল্যায়ন দলীয় রাজনীতি থেকে একেবারেই আলাদা। এটি ভিন্ন মাত্রা পেয়েছে পাঠকদের কাছে।

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version