Wednesday, August 27, 2025

বাস-বাড়ি! বীরভূমের মৃৎশিল্পীর অভিনব শিল্পীসত্ত্বা দেখে মুগ্ধ স্থানীয়রা

Date:

দেখতে বাসের মত মনে হলেও আদপে বাস নয়। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা বাসের আদলে একটি বাড়ি। বীরভূমের পাড়ুই থানার ধানাইমোড় গ্রামের মৃৎশিল্পী উদয় দাসের বাসের আদলে বানানো বাড়ি দেখতে এখন ভিড় জমাচ্ছেন অনেকেই। সঙ্গে তাঁর অসাধারণ শিল্পীসত্ত্বার প্রশংসাও জানাচ্ছেন।

ছোটবেলা থেকেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন উদয়। পরে নিজেই রাজমিস্ত্রি হয়ে ওঠেন। উদয়ের পরিবারের সকলেই মৃৎশিল্পী। তাই বংশগত কারণে এই পেশার সঙ্গে তিনিও যুক্ত। কিন্তু উদয়ের চিন্তাভাবনা খানিকটা হলেও গতানুগতিক চিন্তাভাবনা থেকে ভিন্ন। তাঁর এই শিল্পীসত্ত্বার ভাবনার নজির এই বাস। উদয়ের কথায়, ‘‘ছোটবেলায় যখন প্রথম বার বাসে চড়েছিলাম, সেই সময় এই যানটিকে ভালবেসে ফেলি। ইচ্ছা ছিল, এমন একটা বাড়ি বানাব। সেই ইচ্ছাপূরণ হয়েছে।’’

বাস-বাড়ি বানানোর কথা শুনে খানিকটা চমকে উঠেছিলেন উদয়ের স্ত্রী। তবে উদয় ধীরে সুস্থে বানিয়েছেন এই অভিনব বাস-বাড়ি। এই বাড়ি বানাতে মোট ৩ লক্ষ টাকা খরচ হয়েছে উদয়ের। যদিও সেটি এখনও বসবাসের স্থান হয়ে ওঠেনি। দিনক্ষণ দেখে এখন বাস-বাড়িতে উঠে পড়ার অপেক্ষায় রয়েছে উদয় ও তাঁর পরিবার। বসবাস না করলেও বর্তমানে এটি সেলফি ও ফটো তোলার আদর্শ জায়গা হয়ে উঠেছে।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version