Sunday, December 21, 2025

ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা বধূকে নৃশংস নির্যাতন, গ্রেফতার ২

Date:

Share post:

ভাসুর এবং শশুর বাড়ির অন্য সদস্যদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দিনের-পর-দিন চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও লাঞ্ছনার শিকার হলেন এক মহিলা। দুই সন্তানের মা ওই বিধবা মহিলাকে জোর করে শাঁখা-সিঁদুর পরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তার চুল কেটে তাকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।

নির্যাতিতা মহিলা ক্যানিং থানা এলাকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু গ্রামের বাসিন্দা। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে প্রায় তিন বছর আগে ডাবু গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী যতন সর্দারের মৃত্যু হয় । দুই সন্তানকে নিয়ে কোনওমতে সংসার চালায় এই মহিলা। গৃহবধূর অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁর ভাসুর পরিতোষ সর্দার ও প্রতিবেশী কয়েকজন যুবক প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতে থাকে তাঁকে। তাতে রাজি না হওয়ায় গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল প্রতিনিয়ত।ওই গৃহবধূর এক দেওর ক্ষুদিরাম সর্দার অসহায় ওই পরিবারের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে দাঁড়ায়। তাঁর সঙ্গেই জোর করে বিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে এই গৃহবধূকে।

ওই মহিলা জানিয়েছেন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে জোর করে শাঁখা সিঁদুর পরতে বাধ্য করা হয়। প্রতিবেশী এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেয় শ্বশুরবাড়িরই বেশ কয়েকজন। ওই গৃহবধূ ও প্রতিবেশী যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ গৃহবধূর ভাসুর-সহ নিকট আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। এরপর ওই গৃহবধু ও যুবককে গ্রাম ছাড়া করতে তিনটি সাদা কাগজে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। গৃহবধূ ইতিমধ্যে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...