Thursday, August 21, 2025

ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা বধূকে নৃশংস নির্যাতন, গ্রেফতার ২

Date:

Share post:

ভাসুর এবং শশুর বাড়ির অন্য সদস্যদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দিনের-পর-দিন চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও লাঞ্ছনার শিকার হলেন এক মহিলা। দুই সন্তানের মা ওই বিধবা মহিলাকে জোর করে শাঁখা-সিঁদুর পরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তার চুল কেটে তাকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।

নির্যাতিতা মহিলা ক্যানিং থানা এলাকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু গ্রামের বাসিন্দা। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে প্রায় তিন বছর আগে ডাবু গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী যতন সর্দারের মৃত্যু হয় । দুই সন্তানকে নিয়ে কোনওমতে সংসার চালায় এই মহিলা। গৃহবধূর অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁর ভাসুর পরিতোষ সর্দার ও প্রতিবেশী কয়েকজন যুবক প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতে থাকে তাঁকে। তাতে রাজি না হওয়ায় গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল প্রতিনিয়ত।ওই গৃহবধূর এক দেওর ক্ষুদিরাম সর্দার অসহায় ওই পরিবারের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে দাঁড়ায়। তাঁর সঙ্গেই জোর করে বিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে এই গৃহবধূকে।

ওই মহিলা জানিয়েছেন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে জোর করে শাঁখা সিঁদুর পরতে বাধ্য করা হয়। প্রতিবেশী এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেয় শ্বশুরবাড়িরই বেশ কয়েকজন। ওই গৃহবধূ ও প্রতিবেশী যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ গৃহবধূর ভাসুর-সহ নিকট আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। এরপর ওই গৃহবধু ও যুবককে গ্রাম ছাড়া করতে তিনটি সাদা কাগজে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। গৃহবধূ ইতিমধ্যে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...