Sunday, August 24, 2025

বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Date:

রাজ্যে অতি ভারী বৃষ্টির কারণে বেহাল জনজীবন। জল স্তর বেড়ে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদ-নদী। পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ন’টি জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি রাখছে রাজ্য সরকার।

শনিবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের ৯ জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জীবন ও সম্পত্তি হানি রুখতে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ভার্চুয়াল এই বৈঠকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার জেলা শাসকেরা উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে জানা গেছে মুকুটমণিপুর, তিলপাড়া এবং ম্যাসাঞ্জোর জলাধার থেকে সব মিলিয়ে ১ লক্ষ ৫৩ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হবে। যার জেরে দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি শুক্রবার ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে।সেই জলে হুগলির গোঘাট, খানাকুল, পুরশুড়া, আরামবাগ প্লাবিত হতে পারে।এমত অবস্থায় বন্যা মোকাবিলায় সব রকমের প্রস্তুতি বজায় রাখতে মুখ্যসচিব জেলাশাসক দের নির্দেশ দিয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে রাজ্যে। শুক্রবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। যার জের জল ছাড়তে চলেছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে আমতা উদয়নারায়নপুরে বন্যার আশঙ্কা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, শনিবার রাতে জল দামোদরে ফুলে ফেঁপে উঠলে একাধিক গ্রাম প্লাবিত হবে। অন্যদিকে আমতা ২ নং ব্লকের ভাটোরায় ইতিমধ্যে নীচু এলাকায় জল ঢুকেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধস নিয়েও উদ্বেগ কাটছে না। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে এদিন জেলাশাসক দের বিস্তারিত পথ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।

আরও পড়ুন- ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা বধূকে নৃশংস নির্যাতন, গ্রেফতার ২

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version