Tuesday, May 6, 2025

একেবারে শুরুতে চিনে(China) করোনা সংক্রমণ(coronavirus) প্রকট হলেও, মারণ ভাইরাসে সেভাবে কাবু হতে দেখা যায়নি চিনকে। তবে ডেল্টার দাপট ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে শি জিনপিংয়ের দেশে। অল্পদিনের মধ্যেই বেজিং সহ চিনের ১৫ শহরে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে উহানের পর এই সংক্রমণ সবচেয়ে ব্যাপক রূপ নিয়েছে। যদিও সংক্রমণের হার এখনো অতটা ভয়াবহ না হয়ে উঠলেও, অল্পদিনের মধ্যেই যেভাবে এতগুলি শহরে সংক্রমনের খোঁজ মিলেছে তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, করোনার দাপট কমে গেলেও চিনে সংক্রমণ ছড়ানো রুখতে সতর্কতা ছিল পুরোমাত্রায়। ব্যাপকভাবে করোনা পরীক্ষার পাশাপাশি কড়া ভাবে পালন করা হচ্ছিল কোয়ারেন্টাইন। এতো কিছু সত্বেও ডেল্টার প্রকোপ থেকে পার পেল না চিন। জানা গিয়েছে, পূর্ব চিনের নানজিং শহরের বিমানবন্দর থেকেই করোনার এই নতুন স্ট্রেনের সূত্রপাত হয়। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতে। পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণ চিনের হুনান প্রদেশেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এখনও পর্যন্ত চিনের মোট পাঁচটি প্রদেশ ও বেজিং পুরসভার অন্তর্গত এলাকা থেকে কোভিড পজিটিভের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ‘গ্লোবাল টাইমস’।

আরও পড়ুন:টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই, বললেন পার্থসারথি সেনগুপ্ত

উল্লেখ্য, চিনের উহান প্রদেশ থেকে বিশ্বে প্রথম করোনা সংক্রমণের সূত্রপাত হয়। যদিও এরপর থেকে একাধিকবার রূপ বদল করেছে এই ভাইরাস। সাম্প্রতিক সময়ে ভারতে খোঁজ পাওয়া যায় ডেল্টা স্ট্রেনের। আর এই ভাইরাসকে বর্তমানে সবচেয়ে বেশি বিপদজনক বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল। বিশ্বের একাধিক দেশের পাশাপাশি এবার চিনেও শুরু হল ডেল্টার দাপট।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version