Thursday, November 13, 2025
ব্যাঙ্ক থেকে বারবার সতর্কবাণী দেওয়া হচ্ছে- ফোনে কারও সঙ্গে ব্যাঙ্কের কোনও তথ্য আদান-প্রদান না করতে, অপরিচিত ব্যক্তিকে কোনভাবেই তথ্য না দিতে। কিন্তু তারপরেও সেসব ভুলে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের (Srirampur) চাতরার মান্না পাড়ার বাসিন্দা অসীমকুমার নন্দন (Ashimkumar Nandan)।
এছরই অবসর নেন অসীম। গত ২৮ তারিখ বিকালে তাঁর মোবাইলে হঠাৎ একটি ফোন আসে। বলা হয়, ব্যাঙ্কে যে টাকা আছে, তার জন্য বেশ কিছু নথি লাগবে। ষাটোর্ধ্ব ভদ্রলোক ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তিনি প্রতারণার শিকার হচ্ছেন।
প্রথমে তাঁর মোবাইলে এসএমএস (Sms) আসে। পিএনবি-র (Pnb) নামে। সেই এসএমএসে একটি ওটিপি (Otp) নম্বর আসে। সেটা বলার পরেই তাঁর মোবাইলটি হ্যাক করে জালিয়াতরা। এরপর দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কমতে থাকে। ইউকো ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার ও পিএনবি থেকে ১০ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়।
তিনি বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেন। পরের দিন শ্রীরামপুর থানা ও সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের কাজ শুরু করেছে তারা। টাকা ফেরতের আশায় সাইবার সেলের দিকে তাকিয়ে বসে রয়েছেন অসীম নন্দন।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version