Sunday, August 24, 2025
ত্রিপুরায় সংগঠনকে মজবুত করতে সোমবারই যাচ্ছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বেঙ্গল মডেলকে সামনে রেখেই মিশন ত্রিপুরায় “খেলা হবে” স্লোগান নিয়ে এগিয়ে যেতে চাইছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, সোমবার ত্রিপুরায় (Tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি রয়েছে।
বেলা ১২টায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ।  
দুপুরে দলের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন ।
বেলা সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠক করবেন। 
আইপ্যাকে (Ipac) সদস্যদের ত্রিপুরায় গৃহবন্দি করে রাখার বিষয়ে দেশজুড়েই চাঞ্চল্য ছড়ায়। বিপর্যয় মোকাবিলা আইনে কর্মীদের তলব করে আগরতলা পুলিশ। যদিও তাঁরা আগাম জামিন নিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে আগরতলা গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদাররা।
সোমবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরুণ ব্রিগেড দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা সেখানে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছেন। বাংলায় যেভাবে নারীশক্তি এবং যুব সমাজ ছাত্রসমাজ এবং বাংলার আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। একইভাবে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ঘুঁটি সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী। ২০২১-এ  বাংলায় নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই রাজ্যজুড়ে প্রচার করে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে রাজ্যের নারী শক্তির পাশাপাশি, যুব প্রজন্মের উপর ভরসা রেখেছিলেন তিনি। অভিষেক ত্রিপুরায় পৌঁছানোর পরে অন্যান্য দল থেকে বেশকিছু নেতৃবৃন্দ এবং কর্মীরা তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version