Saturday, May 3, 2025
সিপিএমের পলিটব্যুরো বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় !
দলের পলিটব্যুরোর ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত ‘বিকল্প ফ্রন্ট’-এর বিষয়টি তুলে ধরেন দক্ষিণের এক সিপিএম নেতা৷ এবং একইসঙ্গে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান৷ দিল্লিতে সম্প্রতি মমতা-সোনিয়া বৈঠকের পরে কংগ্রেস-তৃণমূলের নতুন সমীকরণের কথা মাথায় রেখে যাবতীয় রাজনৈতিক সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে পলিট ব্যুরোর বৈঠকে৷ গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বিষয় খতিয়ে দেখার কাজও শুরু করেছেন সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব৷  দলে প্রশ্ন উঠছে, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস যদি বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, তা হলে সিপিএম-র বিকল্প পথ  কী হবে ? কোন রাস্তায় হাঁটলে দলের পায়ের তলার মাটি কিছুটা অন্তত শক্ত হবে ?
আলিমুদ্দিন সূত্রের খবর, পলিট ব্যুরো বৈঠকে এ রাজ্যের নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ২০২৪-র আগে হাতে অনেক সময় আছে৷ এখনই এই ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজন নেই৷  এই দুই বিপরীতমুখী প্রস্তাবের নিষ্পত্তি হয়নি। তা পাঠানো হয়েছে ৬-৮ অগাস্টের কেন্দ্রীয় কমিটির বৈঠকের টেবিলে৷
একুশের ভোটে ভরাডুবির পরেই বাম-কং জোট নিয়ে  প্রশ্ন ওঠে৷ দিনকয়েক আগে দিল্লি সফরে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “সিপিএমকে আগে বুঝতে হবে, তাদের প্রধান শত্রু কে? কেরালা সিপিএম এখন বুঝতে পারছে বিজেপিই ওদের প্রধান শত্রু৷ এটা বুঝতে বাংলার সিপিএমের এত সময় লাগছে কেন?”
জাতীয় রাজনীতিতে  কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতেই সিপিএমের পিঠ আরও দেওয়ালে লেগে গিয়েছে, কোণঠাসাও হয়ে পড়ছে৷ ফলে তাদের রাজনৈতিক বিকল্প এখনই দরকার৷ জানা গিয়েছে, দলের পলিট ব্যুরো বৈঠকে দক্ষিণ ভারতের এক নেতা বলেছেন, “রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না৷ সিপিএমের সঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে জোট হয়েছিল, তা অটুট রেখেও বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব৷ তবে এ জন্য দলকে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷  বিকল্প সম্ভাবনার আলোচনা এড়িয়ে এগোলে তা রাজনৈতিক হঠকারিতা হয়ে যেতে পারে৷ ভুলে গেলে চলবে না, সর্বভারতীয় স্তরে আমাদের সবার প্রধান রাজনৈতিক শত্রু কিন্তু বিজেপিই৷ তাই বিজেপি বিরোধী জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গড়ে ওঠে, তাতে আপত্তির কারন থাকা উচিত নয়”

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version