ব্রেকফাস্ট স্পোর্টস

১) আশাভঙ্গ ভারতের। টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু। সেমিফাইনাল তিনি হারলেন তাই জু-ইং এর কাছে। ম‍্যাচের ফলাফল ১৮-২১, ১২-২১।

২) টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে ব্রাজিল। এদিন কোয়ার্টার ফাইনালে মিশরকে ১-০ গোলে হারিয়ে জয় পেল সেলেকাওরা।

৩) টোকিও অলিম্পিক্সের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল নোভাক জোকোভিচের। এদিন ব্রোঞ্জের লড়াই নেমে ছিলেন জোকার। প্রতিপক্ষ ছিলেন স্পেনের পাবলো ক‍্যারেনা বুস্তা।

৪) টোকিও অলিম্পিক্সে ওপেনিং পর্বেই ছিটকে গেলেন অমিত ফাংগাল। এদিন তিনি হারলেন কলম্বিয়ার ইয়ুবেরজেন হের্নি মার্টিনেজের কাছে।

৫) পদক জয় হল না অতনু দাসের। শনিবার টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিলেন তিনি।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন