Sunday, November 9, 2025

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

Date:

পাকিস্তান( Pakistan) অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে খেলতে দেওয়া হবে না ভারতে( india)। এমনটাই জানালেন বিসিসিআইয়ের( bcci) এক কর্তা। ৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ। আর এই লিগ নিয়ে কড়া সিদ্ধান্ত নিল বিসিসিআই। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে খেলতে দেওয়া হবে না ভারতে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনকি তাদের স্পষ্ট  জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর লিগে অংশ নিলে বিসিসিআইয়ের সঙ্গে রাখতে দেওয়া হবে না কোনও বাণিজ্যিক যোগ। এক সংবাদসংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা।

এদিন তিনি বলেন,” পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে যাতে খেলোয়াড়দের ছাড়া না হয়, সেজন্য বিভিন্ন বোর্ডকে বলা হয়েছে। যদি তারা সেই কাজ করে থাকে, তাহলে তারা ভারতের কোনও ক্রিকেটীয় কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে না। ‘জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা এই কাজ করেছি।”

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে শনিবার থেকেই শুরু হয় বিতর্ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় হার্শেল গিবস টুইটারে লেখেন,”এটা একেবারেই অপ্রয়োজনীয় যে পাকিস্তানের সঙ্গে নিজেদের রাজনৈতিক দিক টেনে আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  আমায় কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা থেকে বিরত করতে চাইছে। সেইসঙ্গে আমায় হুমকি দিচ্ছে যে কোনও ক্রিকেটীয় কাজকর্মের জন্য ভারতে ঢুকতে দেবে না। হাস্যকর।”

আরও পড়ুন:অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সতীশ কুমার

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version