Sunday, November 9, 2025

রাজনৈতিক কর্মকাণ্ডে থাকবেন না। তবে সাংসদ থাকছেন তিনি। সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের পরই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর তাঁর এই সিদ্ধান্ত শুনে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকাল থেকেই একের পর এক টুইটে কুণাল বলে যাচ্ছিলেন, এটা নাটক। সাজানো চিত্রনাট্য। শেষ মুহূর্তে দলীয় নেতাদের অনুরোধে ইস্তফা দেবেন না বাবুল। হলও তাই। সোমবার, সন্ধেয় বিজেপি (Bjp) সাংসদ জানালেন, শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই ইস্তফা দিচ্ছেন না তিনি।

 

এরপরে ঠিক যেভাবে নির্বাচনের আগে বাংলায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) “ও দিদি” বলে সম্বোধন করতেন মোদি, সেই কায়দাতেই কুণাল তাঁর টুইটারে লেখেন,
“ওওওওওওও বাবুল, গোড়াতেই তো বলেছিলাম নাটক, নাটক …
এত কথা জাগলারি কেন???
MP থাকব, রাজনীতি করব না!! করব না!!
এতো আরো বড় সুবিধাবাদী নাটক।
যা বলেছি মিলেই গেল।
ইস্তফা নয়, নাটক নাটক নাটক।
বস্তাপচা মুখরক্ষার কথা।”

সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের মন্ত্রিত্ব গিয়েছে বাবুলের। তারপর থেকেই বেসুরো গাইছিলেন গায়ক। শনিবার ফেসবুকে ‘আলবিদা’ পোস্ট করে রাজনীতি ইঙ্গিত দেন বাবুল। তারপর থেকেই চাপান উতোর শুরু হয়। সোমবার নাড্ডার বাড়িতে বৈঠকে ডাকা হয় তাঁকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল জানান এখনই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না আর তারপরেই তাঁকে মোক্ষম কটাক্ষ করেন কুণাল ঘোষ।

 

 

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version